স্কুল-কলেজ খোলার সময় এখনো হয়নি : মন্ত্রিপরিষদ সচিব

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২০ ৯:৫৫ পূর্বাহ্ণ

এখনো শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় হয়নি বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার ( ২৪ আগস্ট) মন্ত্রীসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস বাস্তবতায় দেশে স্কুল কলেজ খোলার মতো পরিস্থিতি এখনো হয়নি। তবে এইচএসসি, জেএসসির মতো পরীক্ষাগুলোর বিষয়ে জোর দিয়ে ভাবা হচ্ছে।

মন্ত্রীপরিষদ সচিব বলেন, ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের আগ পর্যন্ত প্রণয়ন করা আইনগুলো নতুনভাবে না করে শুধুমাত্র সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

স্বাধীনতা পরবর্তী রাষ্ট্র পরিচালনার প্রশাসনিক নীতি ও কৌশল নতুন প্রজন্মের জন্য সংরক্ষণ করার স্বার্থে মন্ত্রীসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন