বিদেশ থেকে লক্ষ্মীপুর ফেরার পথে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ

বিদেশ থেকে লক্ষ্মীপুরের কমলনগরে ফেরার পথে চাঁদপুরের হাজিগঞ্জ এলাকায় দুবাই প্রবাসী মো. ফয়েজ আহমেদ (৩৬) ডাকাতের কবলে পড়েছেন। তার হাতের রগ কেটে দিয়ে ডাকাতদল লুটে নিয়েছে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল। এই ঘটনায় আহত হয়েছেন ওই প্রবাসীর তিন ভাগিনা ও তাদের বহন করা মাইক্রোবাসের চালক।

সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সোয়া দুইটার দিকে চাঁদপুরের কচুয়া-হাজীগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

আহত অন্যরা হলেন প্রবাসীর ভাগিনা নাঈম (২২), নাবিল (১৯), ফাহাদ (১৭) ও মাইক্রোবাস চালক নুরুল আলম (৩৫)।

 

গুরুতর আহত ফয়েজকে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত প্রবাসী ফয়েজ আহমেদ কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গণিপুর এলাকার বাসিন্দা আবুল কাসেমের ছেলে।

 

আহত ফয়েজ আহমেদ জানান, বিদেশ থেকে আসার খবরে তার তিন ভাগিনা কমলনগরের হাজিরহাট থেকে একটি মাইক্রোবাস (হাইয়েস গাড়ি) ভাড়া করে ঢাকা বিমানবন্দরে যায়। রাত সাড়ে ৯টার দিকে কমলনগরের উদ্দেশ্যে তারা রওয়ানা দেয়। পথে চাঁদপুরের কচুয়া থেকে একটি পিকআপ তাদের পিছু নেয়। ওই সড়কের হাজীগঞ্জের অদূরে পৌঁছলে ডাকাত দলের পিকাআপটি প্রবাসীকে বহনকরা মাইক্রোকে চাপা দিয়ে ক্ষতিগ্রস্ত করে। এক পর্যায়ে সামনে গিয়ে পিকআপ দিয়ে ব্যারিকেট দেয়। ৭/৮জনের ডাকাত দল পিকাআপ থেকে নেমে তাদের এলোপাতাড়ি পেটাতে থাকে; ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় কুপিয়ে ফয়েজের ডান হাতের তিনটি রগ কেটে দেয়। লুটে নেয় ৫টি মোবাইল, নগদ টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই; এ ব্যাপারে কেউ কিছু জানায়নি।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন