কুয়াশা

কুয়াশা:মোফাজ্জল হোসেন কুয়াশার তীব্রজালে, সূর্যমামা হারিয়ে গেছে অন্তরালে। থমকে গেছে জনজীবন, অদৃশ্যমান সূর্যের কিরণ। এই ঘোর কেটে যাক, অনগ্রসর মানুষ মুক্তি পাক। হয়তো অচিরেই কেটে যাবে, যদিও কিছু আপন মানুষ হারিয়ে যাবে। বেড়ে যাচ্ছে নিউমোনিয়া, সর্দি, কাশি, সোনামণিরা হারিয়ে ফেলেছে অম্লান হাসি। যদিও উচ্চবিত্ত উপভোগ করে, তারা কি ক্ষতির ব্যাপারটা অনুভব করে??? জানি শীতকাল ফিরে […]