নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে নির্বিচার গুলি মার্কিন পুলিশের, ফের উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২০ ১০:০০ পূর্বাহ্ণ

পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি গুরুতর আহত হওয়ার পর ফের যুক্তরাষ্ট্রে নতুন করে শুরু হয়েছে আন্দোলন। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের কেনোশা শহরে জব ব্ল্যাক নামের ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তি পুলিশের গুলিতে গুরুতর আহত হন। আর এই ঘটনার জেরে স্থানীয় সময় সোমবার রাতেও আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় পুলিশের সহায়তাও চেয়েছেন উইসকনসিনের গভর্নর টনি এভার্স। এ নিয়ে একটি বিবৃতিতে গভর্নর এভার্স বলেন, স্থানীয় কর্মকর্তাদের অনুরোধের কারণে আন্দোলন সীমিত আকারে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্দোলন ঠেকাতে কেনোশা শহরে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, গত রবিবার কেনোশা শহরে ব্লেক যখন একটি গাড়িতে ঢোকার চেষ্টা করছেন, তখন তাকে লক্ষ্য করে পুলিশ গুলি করছে।

চলতি বছরের মে মাসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। পরে বর্ণবাদ বিরোধী বিক্ষোভের জোয়ার সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন