লক্ষ্মীপুরে বিমান মন্ত্রী আসছেন হেলকপ্টারে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২২ মার্চ, ২০১৮ ৮:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ৪ দিনের সফরে লক্ষ্মীপুরে আসবেন। শনিবার (২৪ মার্চ) সকাল ১০ টা ৩০ মিনেটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামের উদ্দেশ্যে হেলকপ্টারে রওয়ানা দেবেন। মন্ত্রী হওয়ার পর থেকে এই প্রথম হেলকপ্টার যোগে লক্ষ্মীপুরে আসবেন তিনি।

বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে বিমান মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মফিজুল ইসলাম পাটওয়ারী স্বাক্ষরিত সফরসূচির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রীর সফরসূচিতে স্বাধীনতা মেলা ও বিদ্যুৎ লাইনসহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পনসহ দলীয় নেতাকর্মীদের সাতে মতবিনিময়ের কথা রয়েছে।

এছাড়া শনিবার (২৪ মার্চ) বিকেলে রায়পুরের লুধুয়া এম এম উচ্চ বিদ্যালয়, রোববার (২৫ মার্চ) বিকেলে সদর উপজেলার ভাঙ্গাখাঁ উচ্চ বিদ্যালয়ে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। ২৬ মার্চ সোমবার ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মন্ত্রীর।

৪ দিনের সফর শেষে মঙ্গলবার (২৭ মার্চ) সকালে সড়ক পথে ফের ঢাকায় ফিরবেন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন