মান্দারীর ঝুঁকিপূর্ণ ব্রিজটি দেখবেন কে ?

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৮ মে, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলছে যানবাহন। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। এনিয়ে আতংকিত পথচারীসহ যানবাহনের চালকরা। ব্রিজের মাঝে বড় গর্ত হয়ে গেছে। এজন্য কাঠ দিয়ে মেরামত করেছে স্থানীয়রা।

 

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের আমিন বাজার ওয়াপদা খালের ওপরের ব্রিজটি পূনঃ নির্মাণের দাবি এলাকাবাসীর।

 

স্থানীয়রা জানায়, ভাঙা ব্রিজের ওপর দিয়ে সদর উপজেলার মান্দারী বাজার থেকে তেয়ারীগঞ্জ, মৌলভীর হাট, ফরাশগঞ্জ, ভবানীগঞ্জসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি ইউনিয়নের মানুষ যাতায়াত করে। ট্রাক, পিক-আপ, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে এ ব্রিজ দিয়ে।

 

সরেজমিনে দেখা গেছে, আমিন বাজার ও ওয়াপদা বাজারের মাঝামাঝি ওয়াপদার খালের ওপরে নির্মিত ব্রিজটির দক্ষিণাংশের মাঝখানে কংক্রিটের ঢালাই ভেঙে বড় আকৃতির গর্তের সৃষ্টি হয়ে আছে। ব্রিজের ভাঙা অংশ দিয়ে দীর্ঘদিন ঢালাই বিহীন রডের ওপর দিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। স্থানীয়দের উদ্যোগে ভাঙা অংশে কাঠ দিয়ে দেওয়া হয়েছে।

 

মান্দারী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান কাজী রেজাউল করিম বলেন, দীর্ঘ সময় ধরে ব্রিজটি জরাজীর্ণ হয়ে আছে। তিন বছর আগে ব্রিজের দক্ষিণ অংশের কয়েকটি স্থানে কংক্রিটের ঢালাই সরে গর্তের সৃষ্টি হয়। আমি জনপ্রতিনিধি থাকাকালীন তখন নিজ উদ্যোগে মেরামত করি। পরে ব্রিজের অন্য স্থানে গর্তের সৃষ্টি হলে শুরুতেই মেরামত না করায় কংক্রিট ভেঙে বড় গর্ত হয়ে গেছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলেও সংস্কারের উদ্যোগ নেয়নি। এখন জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজের ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। এটি দ্রুত মেরামত না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

 

এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইকরামুল হকের মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন