লক্ষ্মীপুরে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক, ৬ মাসের কারাদন্ড

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ মে, ২০১৮ ১০:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু পাটওয়ারীকে আটক করেছে র‌্যাব-১১। তিনি সদর উপজেলার ১৫ নম্বর লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন বিএনপির সভাপতি।

রবিবার (১৩ মে) রাত সাড়ে ১০ টার দিকে সদরের জকসিন বাজারের ব্যক্তিগত কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যামান আদালতে তার ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

র‌্যাব জানায়, অভিযানকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খবিরুল আহসান ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন। এসময় র‌্যাব -১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খবিরুল আহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়। তিনি দেড় বছর ধরে ইয়াবা সেবন করে বলে আমাদেরকে জানিয়েছেন। পরে ভ্রাম্যামান আদালতে দোষ স্বীকার করলে তার ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়। তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন