মিরপুরে ১১০০ মণ কৃত্রিমভাবে পাকানো আম ধ্বংস

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৯ মে, ২০১৮ ৬:২৪ অপরাহ্ণ

মোহনানিউজ: রাজধানীর মিরপুর ১ নম্বর মাজার রোড এলাকার ফলের আড়তে অভিযান চালিয়ে কৃত্রিমভাবে রাসায়নিক উপাদান দিয়ে অপরিপক্ব ১ হাজার ১০০ মণ আম ধ্বংস করা হয়েছে। এ কাজে জড়িত থাকার দায়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

অভিযানের নেতৃত্বে থাকা র‍্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, মিরপুরের আমের আড়তের আম পরীক্ষা করে দেখা গেছে, ওই আমে ইথোফেন হরমোন স্প্রে করা হয়েছে এবং ক্যালসিয়াম কার্বাইড মেশানো হয়েছে।

জব্দ করা আমগুলো অপরিপক্ব বলে উল্লেখ করে সারওয়ার বলেন, নির্দিষ্ট সময়ের আগেই এসব আম রাসায়নিক দ্রব্য দিয়ে পাকিয়ে বাজারে নিয়ে আসা হয়েছে। বেশি মুনাফার আশায় এটি করা হয়েছে বলে জানান তিনি। অভিযানে ইথোফেন হরমোন ও কার্বাইডের জারও জব্দ করা হয়।

অভিযানে ছয় আম ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। তাঁরা হলেন নুরুল (৭৩), ফয়সাল আহমেদ (২৫), তাবারুল (২৬), রমজান আলী (২৯), আবদুস সোবহান (৪২) ও মনিরুল ইসলাম (৫৫)। র‍্যাব ছাড়াও অভিযানে অংশ নেয় বিএসটিআই এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন।

এর আগে বৃহস্পতিবার যাত্রাবাড়ীতে ফলের আড়তে অভিযান চালিয়ে ১ হাজার মণ আমের পাশাপাশি ৪০ মণ খেজুরও ধ্বংস করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন