ইশরাত ফেরদাউসের ‘আমিও জন্মেছিলাম’ 

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ মে, ২০১৮ ১১:২৪ অপরাহ্ণ

আমিও জন্মেছিলাম কোন এক শিশির ভেজা ভোরে হীরেরূপে সেজেছিলাম সবুজ ঘাসের বুকে।

আমিও জন্মেছিলাম ভরা পুকুরের জলজ উদ্ভিদের মূলে সাথী হয়েছিলাম মৎসদের সাঁতারে।

আমিও জন্মেছিলাম বর্ষা দুপুরে ফুটেছিলাম কদম্বের বেশে।

আমিও জন্মেছিলাম গাঁয়ের আলপথ ধরে ধুলোমাখা রাস্তার বুকে।

আমিও জন্মেছিলাম গৌধূলির রাখাল বালকের অবসরে বেজেছিলাম তাঁর বাঁশরিয়া সুরে।

আমিও জন্মেছিলাম সোনালি ফসল হয়ে কৃষকের হাসিমাখা মুখে।

আমিও জন্মেছিলাম পৌষ-পার্বণ কালে গ্রামবাংলার ঘরে এসেছিলাম পিঠা-পুলির বেশে।

আমিও জন্মেছিলাম দক্ষিণা হাওয়া হয়ে বার্ধক্য মুছে দিয়ে সবুজ যৌবনের বার্তা বয়ে এনে।

আমিও জন্মেছিলাম প্রদোষের লক্ষ্মীপেঁচার ডাকে গ্রাম্য বধূর সুসংবাদ হয়ে।

আমিও জন্মেছিলাম রাত্রির আঁধারে দুঃখ দুয়ারে ক্ষনিকের আলো হয়ে।

আমিও জন্মেছিলাম এই গ্রামবাংলার বুকে শ্যামল কোমল মনোরম ভিন্ন ভিন্ন রূপে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন