সোলায়মান চৌধুরীর টাইটানিক কবিতা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ৯:৩০ অপরাহ্ণ

টাইটানিক


পালোয়ান ভাই- চিৎকার দিয়ে বলে মাগো,মেঘনার ভাঙ্গনে কবর থেকে বেরিয়ে আসছে বাবার লাশ,দেখতে আস তাড়াতাড়ি।
বাবার লাশ গিলে খাবে রাক্ষুষে-মেঘনা,সময় নেই বেশি বাকী!
মা-আসলে বোনকে পাঠাবো,ঢাকা মেডিকেল,বোনের ডেলিভারী
দু’জনকেই নিয়ে চরম বিপদে চড়তে পারেনা গাড়ী

মা-হাসপাতালের বেডে,হয়েছে ওপেন হার্ট সার্জারী।

খোকা-বাসে করে আমায় নিতে চাও বাড়ি ?

বাসের ঝাকিতে বেরিয়ে যাবে কলিজাটা,যায় যদি সেলাই চিঁড়ি ?

ভেসে যাচ্চে স্বামীর লাশ,আখেরী দেখা দেখতে-আমায় লঞ্চে উঠাও খোকা,নিয়ে চল কমলনগর তাড়াতাড়ি।
লঞ্চ না দিলে মন্ত্রী সাহেব,কলার ভেলায় বেধে আমায়,ভাটিতে দিও ছাড়ি

বৃদ্ধা মায়ের বুক ভিজে যায় লেন্স লাগানো চোখের পানিতে।

বেঁচে থাকতে দেখবি কি-মা স্বপ্নের টাইটানিক,কমলনগর-রামগতিতে ?
মাগো-তোমার এই হাহাকার পৌঁছবে কি মন্ত্রী পাড়ায় ?

পৌঁছলে নিশ্চই লক্ষ্মী মায়ের লক্ষ্মী মন্ত্রী,দিবে ডাকে সাড়া

মন্ত্রী মোদের বিশাল হৃদয় সোনার মানুষ,লক্ষ জননীর এই যুক্তিক দাবি দেখেন।

নির্দেশ দিয়ে সচিব কে ফাইলটা একটু ছাড়েন !

পাইনি মোরা পর্যটন কেন্দ্র,রেল লাইন গ্যাস,রাস্তা ঘাট ও নাই

বৃদ্ধা মায়ের লঞ্চ সার্ভিসের প্রানের দাবি বাস্তবায়ন চাই।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন