‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৭ মার্চ, ২০১৮ ৮:২১ পূর্বাহ্ণ

মোহনানিউজ:  ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরে জাতীয় পাট দিবস-২০১৮ পালিত হয়েছে। মঙ্গলবার (৬ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নোয়াখালী জেলার চৌমুহনী পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মো. মাহাবুবুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা ও জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন