সংবাদের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে : লিকা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০১৭ ১০:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য ফরিদা ইয়াসমিন লিকা বলেছেন, সংবাদের প্রতি সাংবাদিকের দায়বদ্ধ থাকতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ লিখে লক্ষ্মীপুরকে এগিড়ে নিতে হবে। শুধু সমস্যা নিয়ে গণমাধ্যমে লিখলে হবে না, সম্ভাবনাও তুলে ধরতে হবে।
শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় অনলাইন নিউজ পোর্টাল মোহনানিউজ ডটকমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর শহরের চকবাজারের রতন প্লাজার অস্থায়ী কার্যালয়ে স্বপ্নের কাছাকাছি স্লোগান সামনে রেখে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

তিনি আরো বলেন, বস্তুনিষ্ঠ ও সময়পোযোগী সংবাদ প্রকাশ করলে মোহনানিউজ রাতারাতি জনপ্রিয় হয়ে উঠবে। এজন্য দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।  অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান।

প্রসঙ্গত, ফরিদা ইয়াসমিন লিকা লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা সংস্থার সভাপতি।
অনুষ্ঠানে মোহনানিউজের চীফ এডমিন জামাল উদ্দিন রাফির পরিচালনায় বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার কামাল হোসেন, দৈনিক রূপসী লক্ষ্মীপুর’র সম্পাদক কামাল উদ্দিন হাওলাদার, দৈনিক ভোরের মালঞ্চের সম্পাদক মতিউর রহমান, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক কার্তিক সেন গুপ্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আরাফাত, দৈনিক কালের কন্ঠ’র প্রতিনিধি কাজল কায়েস, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান ও সাপ্তাহিক নতুন পথ’র সম্পাদক বিএম সাগর।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন