শিরোপা ভারত নাকি মালদ্বীপের?

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ১২:২১ অপরাহ্ণ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ মানেই যেন ভারতের উৎসব। প্রতিবারই সেই একই চেনা দৃশ্য! পরিসংখ্যানে চোখ বুলিয়ে নিলেই উত্তর পেয়ে যাবেন। এই টুর্নামেন্টে ১১ আসরে মোট ১০ বারই ফাইনালে উঠেছে ভারত। এরমধ্যে ট্রফি জিতেছে ৭ বার। বাকী তিনবার রানার্স-আপ। সেই ভারতীয় ফুটবল দল আরেকটি শিরোপার সুবাস পাচ্ছে।

আজ শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাফ সুজুকি কাপের ফাইনালে মালদ্বীপের মুখোমুখি ভারত। মালদ্বীপ লড়বে দ্বিতীয় ট্রফির জন্য। এর আগে ১১ আসরের মধ্যে তারা ফাইনালে উঠেছে ৪বার। অবশ্য শিরোপা জিতেছে একবার, ২০০৮ সালে। রানার্স-আপ হয়েছে বাকী তিনবার। ২০০৯ সালের পর ফের উঠেছে ফাইনালে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। খেলাটি সরাসরি দেখাবে চ্যানেল নাইন।

অথচ এবারো সেরা দলটা সাফে পাঠায়নি ভারত। তাদের অনূর্ধ্ব-২৩ দলটাই হেসে-খেলে উঠে গেছে ফাইনালে। সব মিলিয়ে এবারো শিরোপার দৌড়ে ফেভারিট ভারতীয় দল। এদিক থেকে অনেকটা ভাগ্যের বদন্যতায় পথ পেরিয়েছে মালদ্বীপ। বিশেষ করে গ্রুপ পর্বে টস ভাগ্যে বৈতরনী পার হয়েছে। তবে এরপর নেপালকে হারিয়ে দাপটেই দল উঠেছে ফাইনালে। অথচ এই নেপালের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় স্বাগতিক বাংলাদেশ।

শিরোপা যুদ্ধের আগে মালদ্বীপের কোচ পিটার সিগ্রেট জানিয়ে রাখলেন শিরোপাতেই চোখ থাকছে তার দলের। বলেন, ‘টুর্নামেন্টকে সামনে রেখে ছেলেরা অনেক পরিশ্রম করেছে। এবার আশা করছি অন্যরকম একটা ম্যাচ হবে। শিরোপা জেতার জন্যই মাঠে নামবে মালদ্বীপ।’

ভারতের কোচ স্টিফেন ফিলিপ কন্সটানটাইনেরও একই ভাবনা। তিনি বলছিলেন, ‘যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে ভারত। মালদ্বীপকে খাটো করে দেখার সুযোগ নেই। তারা নেপালের বিপক্ষে দারুণ খেলে ফাইনালে এসেছে। তবে আরেকটা ট্রফি জিততেই এখানে এসেছি আমরা।’

সাফে ভারত-মালদ্বীপ এর আগে ১১ বার মুখোমুখি হয়েছে। যারমধ্যে ভারত জিতেছে ৮বার, মালদ্বীপ ২বার। একটি ম্যাচ ড্র।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন