লক্ষ্মীপুর পলিটেকনিকের একযুগ পূর্তিতে শিক্ষার্থীদের পূণর্মিলনী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০১৮ ৩:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ১যুগ পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠান থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে জেলা স্টেডিয়াম হয়ে পুনরায় অনুষ্ঠানে যোগ দেয়।
এ্যাসোসিয়েশন অব লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট এ্যালামনাই (আলপিয়া)র আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. এম আলাউদ্দিন।

আয়োজক কমিটির সভাপতি শাহাদাত হোসেন শরীফের সভাপত্বি বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আ.স.ম মাহতাব উদ্দিন, সরকারি কলেজেরর অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা বিএম’র সভাপতি আশফাকুর রহমান মামুন, জেলা আইডিইবি’র সভাপতি মাকসুদ উদ্দিন আহমেদ বাবলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য আব্দুল হালিম ও মোঃ সাইফুল ইসলাম শামীম।

বক্তারা বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটের মাধ্যমে লক্ষ্মীপুরে কারিগরি শিক্ষার একাধিক বিভাগের যাত্রা শুরু। মানসম্মত শিক্ষা অর্জন করে দেশের বিভিন্নস্থানে কর্মরত রয়েছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন