লক্ষ্মীপুরে ৪ জনের অস্বাভাবিক মৃত্যু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৪ মে, ২০১৮ ৬:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে ৪ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রামগতিতে বজ্রপাতে জেলে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র, বিদ্যুৎ স্পৃষ্টে যুবক ও বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মে) সকালে রামগতি উপজেলার চরগাজিতে বজ্রপাতে রিয়াজ উদ্দিন নামে এক জেলের মৃত্যু হয়। দুপুরে বড়খেরী এলাকায় রাস্তাপারাপারের সময় আটোরিকাশার নিচে চাপাপড়ে মাদ্রাসাছাত্র আবির হোসেন (১০) মারা যায়। একই গ্রাম থেকে বৃদ্ধ সিরাজ উদ্দিনের (৬৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জেলে রিয়াজ উদ্দিন চরগাজী গ্রামের শাহ আলমের ছেলে, শিশু আবির বড়খেলী ইউনিয়নের মঞ্জুর হোসের ছেলে। বৃদ্ধ উত্তর বড়খেরী গ্রামের মৃত মুকবল আহমেদের ছেলে।

এদিকে, সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে দুলাল হোসেন নামে এক যুবক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। নিহত দুলাল ওই গ্রামের রুহুল আমিন আমিনের ছেলে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ও রামগতি থানার ভারপ্রাপ্ত (ওসি) আরিছুল হক পৃথক ঘটনায় চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন