লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক মানববন্ধন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০১৮ ২:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চেয়ে লক্ষ্মীপুরের পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে জনসচেতনতামূলক মানববন্ধন করা হয়েছে। সোমবার (২২ অক্টোবর) সকালে মিয়া রাস্তা এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। এতে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোক অংশ নেয়।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জজ কোর্টের সরকারি কৌশুলী (পিপি) ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মো. মিজানুর রহমান রুবেল, সহকারী প্রধান শিক্ষক মো. মুরাদ হোসেন, শিক্ষক আবুল খায়ের, দেলোয়ার হোসেন, বেলায়েত হোসেন, নিমাই চন্দ্র দেবনাথ, কুলসুম আক্তার ও অফিস সহকারী আসিফ ইকবাল শরিফ প্রমুখ।

বক্তারা বলেন, সড়কে প্রতিদিনই মানুষের প্রাণ ঝরছে। এজন্য জনসচেতনতার বিকল্প নেই। স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার জন্য সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। এসময় বেপরোয়া যানবাহন চলাচল বন্ধ করতে চালকদের প্রশিক্ষনের ওপর জোর দেওয়া হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন