লক্ষ্মীপুরে সাহিত্য উৎসব

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০১৮ ৭:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের (লজেসাস) ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাহিত্য উৎসব করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (৬ এপ্রিল) বিকেলে জেলা পরিষদ মিলনাতয়নে আলোচনা সভা, কবিতা পাঠ, বর্ষসেরা কবি ও লেখক সম্মাননা এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সংগঠনের সভাপতি ডাঃ মোঃ সালাহ উদ্দিন শরীফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ৮০ দশকের কবি ড. আবু হেনা আবদুল আউয়াল। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন,জেলা বিএমএর সভাপতি আশফাকুর রহমান মামুন, কবি মুজতবা আল মামুন, সাইফুল ইসলাম তপন ও কার্তিক সেন গুপ্ত প্রমুখ।

জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা সাহিত্যের নানা দিকে নিয়ে আলোচনা করেছেন। এসময় বর্ষসেরা কবি ও লেখক সম্মাননা দেওয়া হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন