লক্ষ্মীপুরে সন্ধ্যায় নামবে দুই প্লাটুন বিজিবি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০১৮ ৫:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন রাখতে দুই প্লাটুন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়ন করা হয়েছে। বুধবার বিকেল থেকে জেলা ব্যাপি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশ, র‌্যাব, ডিবির  টহল দিবেন।

সন্ধ্যা থেকে অতিরিক্ত দুই প্লাটুনে ৩৭ জন বিজিবিও টহল দিবেন।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)র এক কর্মকর্তা জনান, ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের কোন নৈরাজ্য করতে দেওয়া হবে না। এতে লক্ষ্মীপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বিষয়টি মোহনানিউজকে নিশ্চিত করে জানান, বিজিবির সাথে প্রত্যেক উপজেলায় একজন করে ও সদর উপজেলা দুই জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে। যে কোন ধরনের সহিংসতা এড়াতে তৎপর থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন