লক্ষ্মীপুরে বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০১৮ ১০:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে বাল্যবিবাহ নিরোধ দিবসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার বিভিন্ন নারী সংগঠনের সদস্যরা। মঙ্গলবার সকালে কালেক্টরেট প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

জেলা প্রশাসনের সহযোগিতায় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বাল্য বিবাহ নিরোধের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ শাহজাহান আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম, পৌর মহিলা সমাজ উন্নয়ন সমিতির সভানেত্রী মমতাজ বেগম, সামাজিক নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুমা আক্তার, উত্তর টুমচর শাপলা কুড়ি মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী হাজরা বেগম, মুক্তি মহিলা সমাজ উন্নয়ন সংস্থার সভানেত্রী সুলতানা আক্তার লাখি প্রমূখ।

এসময় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারী, জেলার নারী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন