‘একটুখানি কবর’ কবিতায় সোলায়মান চৌধুরীর দাবি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ মে, ২০১৮ ১০:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: একটু খানি কবর কবিতায় সোলায়মান চৌধুরী একাধিক দাবি তুলে ধরেন।কবিতার মাধ্যমে তিনি দাবি করে জানান, কমলনগরে তেমন কোন গণকবর নেই। এতে বেশির ভাগ নদী ভাঙ্গা মানুষগুলো বিপাকে পড়তে হয়। তার এমন কবিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক ব্যক্তিরা মন্তব্য করেন। কবিতাটি নিয়ে মন্তব্য করে Muhammod Omar Faruk বলেনন, ‘আমাদের হাজির হাটের আইয়ুব নগর বিশিষ্ট দানবীর হাজি সিরাজুল ইসলাম আইয়ুব মিয়া বিশাল গনকবরস্থান করেছেন।ওনার মত কেউ যদি আপনার এলাকায় এগিয়ে আসে তাহলে হয়ে যাব’ ও Nur Muhammad বলেন, চরাঞ্চলে কত জমি। ২ একর জমি অধিগ্রহন করে সেখানে সরকারি ভাবে কবরস্থান করা যেতে পারে। এছাড়াও একাধিক ব্যক্তি তার এ কবিতায় গণকবরের দাবিতে মন্তব্য করেছেন।

 

একটুখানি কবর

আমার ছিল অনেক জমিন ফসল ভরা মাঠ
গোয়াল ভরা গরু ছিল সাঁন বাঁধানো ঘাট
মসজিদ ছিল, মক্তব ছিল, ছিল কবর বাড়ী
মেঘনার করালগ্রাস আমার সবই নিল কাড়ি

এখন আমি নিস্ব: নেই মাথা গোজার ঠাঁই
অন্যের বাড়ী থাকি আমি আশ্রয় দিয়েছে তাই
মোর বুকেরধন মারাগেল কবর কোথায় পাই
যার বাড়ীতে থাকি আমি তারও কবর নাই

আল্লাহ তোমার এতো জমিন এইযে দুনিয়ায়
একটুখানি কবরের জায়গা তাও আমার নাই
কার জমিনে কবর হবে আমার জানা নাই
হায়রে খোদা পাঠালে কেন তোমার দুনিয়ায় ?

হে দুনিয়ার জমির মালিক পয়সা ওয়ালা ভাই
মোদেরজন্য তোমাদের মনে একটু মায়াওনাই
দাওনা একটু কবরের জায়গা দয়াকরনা ভাই
তোমাদের দেয়া কবরেযেন একটু যায়গা পাই।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন