লক্ষ্মীপুরে নতুন বই পাবে পৌনে ৫ লাখ শিক্ষার্থী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২০ ৪:৩৫ অপরাহ্ণ

সারাদেশের মত লক্ষ্মীপুরেও বই উৎসব শুরু হয়েছে। এবার এ জেলায় প্রাথমিক ও মাধ্যমিকের ৪ লাখ ৭৩ হাজার ৯৫০ জন শিক্ষার্থী নতুন বই পাবে।

বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে কালেক্টরেট স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।


এদিকে জেলা প্রত্যেকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ একযোগে শুরু হয়েছে। বছরের প্রথমদিন নতুন বই পেয়ে আনন্দ মেতেছে শিক্ষার্থীরা।


কালেক্টরেট স্কুলের বই উৎসবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজানুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল প্রমুখ।


জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার ১০৭৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের ২ লাখ ৩ হাজার ৯৫০ জন শিক্ষার্থী দেওয়া হবে। এই ৫ উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রায় ৩০০ শিক্ষা-প্রতিষ্ঠানের প্রায় ২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী নতুন বই পাবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন