তুরস্ক সফরে আসছেন হামাস প্রধান: এরদোয়ান

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে আলোচনায় অংশ নিতে তুরস্ক সফরে যাচ্ছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এই সপ্তাহের শেষে দুই নেতা দেখা করতে পারেন। বুধবার (১৭ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।

প্রেসিডেন্ট এরদোয়ান এর আগে হামাস প্রধানকে আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন। সংসদে একে পার্টির আইনপ্রণেতাদের তিনি বলেন, হামাস প্রধান এই সপ্তাহান্তে আমার অতিথি হবেন।

গত ১০ এপ্রিল ঈদের দিন গাজায় ইসরায়েলের বিমান হামলায় হানিয়ার তিন ছেলে ও বেশ কয়েকজন নাতি-নাতনি প্রাণ হারায়। ছয় মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় হানিয়ার পরিবারের আরও সদস্য নিহত হয়েছে। তার আরেক ছেলে গত ফেব্রুয়ারিতে এবং ভাই ও ভাতিজা অক্টোবরে প্রাণ হারায়। এরপর নভেম্বরে নিহত হয় তার এক নাতি।

হানিয়া সে সময় বলেন, পরিবারের সদস্যদের হত্যা করা হলেও তারা পিছু হটবেন না। বরং তারা যেসব দাবি নিয়ে যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে যাচ্ছেন, তাতেও এ হামলা কোনো প্রভাব ফেলবে না।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন