লক্ষ্মীপুরে একুশে বইমেলা উদ্বোধন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০১৮ ৭:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে ২১ শে বইমেলা ও সাংস্কৃতি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কালেক্টরেট প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আ.স.ম মাহাতাব উদ্দিন, পৌর মেয়র আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন।

বই মেলাতে ইসলামী ফাউন্ডেশন, আশ্ররাফিয়া ও ছাত্রবন্ধু লাইব্রেরীসহ ১৬টি স্টল বসেছে।
এসময় বক্তারা বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন বাংলা ভাষা। যার জন্য রক্ত দিতে হয়েছে। আমরা মরতে জানি, জিততেও জানি। বিশ্বের ১৯৩ টি দেশে এই দিবস পালিত হচ্ছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে শহীদদের স্বরণে মিনার। যার মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি করা হয় শহীদদের।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন