লক্ষ্মীপুরে উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতি

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০১৭ ৩:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে বন গবেষণা ইনষ্টিটিউট (বিএফআরআই) আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিএফআরআই’র চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম।

বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীরশওকত হোসেন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সফি উদ্দিন, বিভাগীয় বন কর্মকর্তা ড. ডেইজি বিশ্বাস, ড. মো. মাহবুবুর রহমান, এম জহিরুল আলম, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

এসময় বক্তব্য রাখেন, ফরিদা ইয়াছমিন লিকা, সাংবাদিক মহি উদ্দিন ভূঁইয়া মুরাদ, রবিউল ইসলাম খান, শহিদুল ইসলাম ও ফারুক আহমেদ।

কর্মশালায় উদ্ভাবিত প্রযুক্তির মধ্যে কঞ্চিকলম পদ্ধতিতে বাঁশচাষ, টিস্যু কালচার পদ্ধতি, মাতৃ বৃক্ষ নির্বাচন, মানসম্মত বীজ উৎপাদন ও সংরক্ষণ, সৌর চুল্লির মাধ্যমে কাঠ শুষ্ককরণ প্রযুক্তি উপস্থাপন করা হয়।

এতে জেলার সরকারি-বেসরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আইনজীবি, সাংবাদিক, স্কুল, নার্সারী মালিক, কাঠ ব্যবসায়ী, করাতকল মালিক ও ফার্নিসার মালিকগণ উপিস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন