শুদ্ধ উচ্চারণে সবুজ বাংলাদেশের পাঠচক্র

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০১৭ ৪:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশের আয়োজনে শুদ্ধ উচ্চারণ ও সংবাদ বিজ্ঞপ্তি বিষয়ক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।

পাঠচক্রের প্রধান আলোচক ছিলেন, জনতা ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মুহাম্মদ নাহিদ ও দৈনিক কালের কন্ঠ’র জেলা প্রতিনিধি কাজল কায়েস।

সবুজ বাংলাদেশের সভাপতি সাংবাদিক আওলাদ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশের সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু ও সেচ্ছাসেবী সংগঠক তকি উদ্দিন আকরামুল্লাহ প্রমুখ।

মাদকমুক্ত ও পরিবেশবান্ধব সমাজ গড়ার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার এক ঝাঁক পরিচ্ছন্ন তরুনের উদ্যোগে সবুজ বাংলাদেশ সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে।

সংগঠনটির মূল কেন্দ্র লক্ষ্মীপুর হলেও দেশের কয়েকটি জেলায় এর কার্যক্রম অব্যাহত আছে। ক্রমান্বয়ে দেশের প্রতিটি জেলায় সবুজ বাংলাদেশের কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করেন সংগঠনের কর্তৃপক্ষ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন