লক্ষ্মীপুরে ইয়ুথ লিডারশীপ ট্রেনিং শুরু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ৭:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’র উদ্যোগে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় লক্ষ্মীপুরে ৪ দিন ব্যাপি একটিভ সিটিজেন ইয়ুথ লিডারশীপ ট্রেনিং উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র জেলা সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, এডভোকেট. মিলন মন্ডল, জেমস’র নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সোহাগ, হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী জিল্লুর রহমান, একটিভ সিটিজেন ফ্যাসিলিটেটর এসিএফ মোহাম্মদ হানিফ, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ কুমিল্লা অঞ্চলের যুগ্ম কো-অর্ডিনেটর রাজীব হোসেন রাজু প্রমূখ।
২২ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে এ প্রশিক্ষন চলবে ২৫ ফ্রেবুয়ারি পর্যন্ত। এতে ৩২জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেছে। যার প্রশিক্ষক হিসেবে রয়েছেন জোবায়ের আহম্মেদ রাজি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন