রায়পুরে বিতর্ক প্রতিযোগিতা

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ৭:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে আন্তঃস্কুল-মাদ্রাসা-কলেজ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

রায়পুর ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগীতায় ১৬টি স্কুল-মাদ্রাসা ও ৬টি কলেজ অংশ নিয়েছে। ক্লাবের সভাপতি মারুফ বিন জাকারিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী রায়।

বিশেষ অতিথি ছিলেন হায়দরগঞ্জ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. একেএম ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, রায়পুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর কাদের।

বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন, সাবেক বিতার্কিক মোস্তফা কামাল। বিচারকের দায়িত্বে ছিলেন রায়পুর সরকারি ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রাকিব হাসান, রুস্তম আলী ডিগ্রি কলেজের প্রভাষক তমালিকা চক্রবর্তী, ইমরান খন্দকার ও সাবেক বিতার্কিক আজিজুর রহমান বুলবুল।

দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন