রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পাওয়ার দাবিতে কর্মবিরতি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০১৭ ৫:৫৭ অপরাহ্ণ

রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশন সহ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন লক্ষ্মীপুর পৌসভার কর্মকর্তা কর্মচারীরা। সোমবার সকালে পৌর সুপার মার্কেটের সামনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচির আলোকে এ কর্মবিরতি পালন করা হয়। এসময় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। জানাগেছে, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশ সরকারের সংবিধানের ৫৯ (২) অনুচ্ছেদ মোতাবেক সরকারী কর্মচারী হওয়া স্বত্ত্বেও রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা না পেয়ে

বৈষম্যের শিকার হয়ে আসছেন। দেশের বিভিন্ন পৌরসভায় ৫৬ মাস পর্যন্ত বেতন-ভাতাদি বকেয়া রয়েছে। দেশের মোট প্রবৃদ্ধির ৬৫% শহর অঞ্চল হতে আসে। যাহা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণের অবদানের ফসল। অথচ সেই কর্মকর্তা-কর্মচারীরাই রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতাদি

হতে বঞ্চিত।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন