‘যদি সাহস থাকে নির্বাচনে আসেন’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৮ মে, ২০১৮ ১১:২১ অপরাহ্ণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশে বলেছেন, যদি সাহস থাকে নির্বাচনে আসেন। আমরা খালি মাঠে খেলতে চাই না। নির্বাচন কমিশন হয়ে গেছে। রেফারিও নিযুক্ত হয়ে গেছে। জার্সি পরে আসেন। আপনার জার্সি ধানের শীষ আর আমাদের জার্সি নৌকা।

মঙ্গলবার দুপুরে চরফ্যাশন উপজেলার ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধন পরবর্তী সুধী-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশব্যাপী চলমান উন্নয়নের কারণেই শেখ হাসিনার সরকার আবারও নির্বাচিত হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই এ দেশে উন্নয়ন হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে গ্রামীণ জনপথের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক চালু করে। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে সেগুলো বন্ধ করে দেয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার ওই ক্লিনিক চালু করে।

বিএনপির উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, বিদেশিরা যখন বিএনপিকে সন্ত্রাসী দল বলে, তখন আমাদের লজ্জা লাগে।আমাদের দেশের আদালত নয়, কানাডার আদালত বলেছে বিএনপি সন্ত্রাসী দল।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালেই নির্বাচন হবে। বর্তমান নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে, অন্য কোনোভাবে নয়। উন্নয়নের জন্যই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করছেন।

তিনি বলেন, সরকারের এ উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূলের মানুষের কাছে তুলে ধরতে হবে। এখন আর ঘরে বসে থাকলে চলবে না। জনগণের সামনে এসব উন্নয়ন যথাযথভাবে তুলে ধরতে পারলেই শেখ হাসিনার সরকার আবারও নির্বাচিত হবে।

ভোলা জেলা সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। স্বাস্থ্যসচিব মো.সিরাজুল হক খাঁন (সেবা বিভাগ), স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী বিগেডিয়ার জেনারেল এম.এ মোহী, চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদিন আখন্দ প্রমুখ বক্তব্য দেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন