মোস্তাফিজুরের ঠিকানা রাজস্থান রয়েলস

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ১১:১৫ পূর্বাহ্ণ

আইপিএলের নিলামে ২ কোটি রুপীর বেজ প্রাইস ক্যাটাগরীর খেলোয়াড় বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানকে পেতে আগ্রহ ছিল একাধিক ফ্রাঞ্চাইজির। ৩ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন সাকিব কোলকাতা নাইট রাইডার্সে (কেকেআর)।
নিষেধাজ্ঞার কারনে ২০২০ সালে আইপিএল খেলতে পারেননি। বাংলাদেশ সেরা ক্রিকেটারকে ফিরিয়ে এনেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

এদিকে ভক্তদের সাকিব সুসংবাদ দেয়ার কিছুক্ষণ পর সুসংবাদ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ বছর পর আইপিএলে দল পেয়েছেন বাঁ হাতি পেস বোলার মোস্তাফিজুর রহমান।
ওয়ানডে ক্রিকেটে নিজের অভিষেকে ভারতের বিপক্ষে ৫ উইকেট, অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ। অভিষেক সিরিজে ৩ ম্যাচে ১৩ উইকেটে বিশ্বরেকর্ড। ভারতের বিপক্ষে এই পারফরমেন্সের পুরষ্কার পেয়েছেন কাটার মাস্টার আইপিএলে। ২০১৬ সালে আইপিএলের নিলামে ৫০ লাখ রুপীর বেজ প্রাইজমানির মোস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দারাবাদে বিক্রি হয়েছিলেন ২ কোটি ১০লাখ রুপীতে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের অভিষেক আসরেই মোস্তাফিজুর রহমান করেছেন বাজিমাৎ। ১৬ ম্যাচে ১৭ উইকেট পেয়েছেন আইপিএলে নিজের অভিষেক আসরে। বাঁ হাতি কাটার মাস্টারের বোলিংয়ে প্রথমবারের মতো আইপিএলের ট্রফি জিতেছে সানরাইজার্স।
মোস্তাফিজ পেয়েছেন আসর সেরা উদীয়মান ক্রিকেটারের পুরষ্কার। ২০১৭ সালে সানরাইজার্সে রিটেইন ক্রিকেটার হিসেবে ছিলেন। তবে খেলার সুযোগ পেয়েছেন সে বছর মাত্র ১টি ম্যাচ। ২০১৮ সালে মুম্বাইয়ে বিক্রি হয়েছেন মোস্তাফিজ ১ কোটি ২০ লাখ রুপীতে। ৭ ম্যাচে পেয়েছেন ৭ উইকেট।
২০১৯ এবং ২০২০ সালে আইপিএলের নিলামে পাননি দল মোস্তাফিজ। তবে করোনাকালে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ৬ উইকেটে এসেছেন আলোচনায়।
আইপিএলের নিলামে ছিলেন ১ কোটি রুপীর বেজ প্রাইস গ্রুপে। ১ কোটিতেই বিক্রি হয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ। খেলবেন এবার বেন স্টোকস,জোফরা আরচ্যার,বাটলার এবং সবচেয়ে দামি ক্রিকেটার ( ১৬ কোটি ৫০ লাখ রুপী) ক্রিস মরিসের দল রাজস্থান রয়েলসে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন