ভুয়া নথি তৈরি করে উচ্চ আদালত থেকে জামিন!

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ১১:১৬ পূর্বাহ্ণ

বিচারিক আদালতের নথি জাল করে উচ্চ আদালত থেকে জামিন নেয়ার ঘটনা ঘটছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা উচ্চ আদালতের নজরে আসে। সংশ্লিষ্টরা মনে করেন নিম্ন আদালত থেকে সরাসরি উচ্চ আদালতে বিচারিক নথি না আসায় জালিয়াতি হচ্ছে।

চুয়াডাঙ্গার একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তার হাইকোর্টে জামিনের আবেদন করলে বিচারিক আদালতের নথি জাল করার বিষয়টি ধরা পরে। আদালতের কাছে জালিয়াতি প্রমাণ হলে তার জামিন বাতিল ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্ট।

বিচারিক আদালতের নথি জাল করে যশোরের এক মাদক মামলার আসামী জামিনে বের হওয়ার ঘটনা ঘটে।

আইনজীবীরা বলছেন, বিচারিক আদালত থেকে নথি সরাসরি উচ্চ আদালতে না আসায় ভুয়া নথি তৈরি ও জামিন জালিয়াতির ঘটনা ঘটছে। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় জালিয়াতির ঘটনা বাড়ছে।

প্রভাবশালীরাই মামলার নথি জালিয়াতির আশ্রয় নেয়। এর সাথে এক শ্রেণীর আইনজীবীসহ আদালতের কর্মচারীরাও জড়িত বলে মনে করেন সিনিয়র আইনজীবীরা।

নিম্ন আদালত থেকে মামলার অভিযোগপত্র, জব্দ তালিকাসহ প্রয়োজনীয় নথি উচ্চ আদালতে পাঠানো হলে জামিন জালিয়াতির ঘটনা রোধ করা সম্ভব বলে জানান তারা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন