আইপিএলের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবেন না সাকিব

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ১১:১৩ পূর্বাহ্ণ

চলতি বছরের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশের। কিন্তু ঐ সিরিজে খেলতে চান না সাকিব আল হাসান। সে সময় তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলবেন। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটিও চেয়েছেন এ অলরাউন্ডার। এরইমধ্যে দেশের ক্রিকেটের শীর্ষ সংস্থাটি তার ছুটিও মঞ্জুর করেছে। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

বৃহস্পতিবারই ২ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার আগেই দলটির হয়ে খেলতে বিসিবির কাছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চলাকালিন সময়ে ছুটি চেয়েছেন এ অলরাউন্ডার।

সাকিবের সঙ্গে বৃহস্পতিবার আইপিএলে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। তাই তাকেও ছুটি দেওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছে বোর্ড। এমনটাই জানিয়েছেন আকরাম খান। জাতীয় দলের খেলার সময় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি দেওয়া দেশের ক্রিকেটে খুব ভালো দৃষ্টান্ত হচ্ছে না, অনুধাবন করছেন বিসিবি কর্তারা। তিনি দেশের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জোর করে কাউকে খেলাতে চায় না বোর্ড,  ‘সাকিব আমাদের চিঠি দিয়েছে, সে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে চায় না। আমরা মিটিং করেছি, অনেক আলোচনা হয়েছে এটা নিয়ে। লম্বা মিটিং হয়েছে। বোর্ড আগেও নানা সময়ে নানাজনকে ছুটি দিয়েছে। তবে জাতীয় দলের খেলার সময় সাধারণত আমরা দিতে চাই না ছুটি। কিন্তু আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে, জোর করে কাউকে বাংলাদেশ দলে খেলা হবে না।’

আকরাম আরও বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট সিরিজ ও আইপিএল একই সময়ে হবে। সাকিব টেস্ট খেলতে চায় না এই সিরিজে। আমরা তাকে ছুটি দিয়েছি। অবশ্যই খুব ভালো উদাহরণ নয় এটি। কিন্তু যেটা বললাম, অনিচ্ছুক কাউকে আমরা খেলাতে চাই না।’

সাকিবের মতো যারা জাতীয় দলের হয়ে খেলতে চায় না, তাদেরও ছুটি দেবে বোর্ড। এ ব্যাপারে গতকাল লম্বা মিটিং করে এমন সিদ্ধান্তই নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এ নিয়ে আকরাম বলেছেন, ‘অন্যদেরও ছুটি দেবে বোর্ড। যারা খেলতে চায় না, তাদের সবাইকেই দেবে। অনেক কথা বলেছি এটা নিয়ে আমরা। সবশেষে বোর্ডের কথা, যে খেলতে না চায়, জোর করে তাকে নামানো হবে না। মোস্তাফিজ চাইলে তাকেও ছুটি দেব, সবাইকে দেব, কিছু করার নেই।’

এখনও আইপিএল ও বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের চূড়ান্ত হয়নি। তবে দুই টেস্টের সিরিজ খেলতে এপ্রিলে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে যাওয়া অনেকটা নিশ্চিত। মে মাসে শ্রীলঙ্কা বাংলাদেশে আসবে  তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। টেস্ট ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, ওয়ানডে তিনটি আইসিসি ওয়ানডে লিগের। আইপিএলও এপ্রিল-মে মাসেই হবে, একরকম নিশ্চিত।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে না খেললেও ওয়ানডে খেলবেন সাকিব। এমনটাই জানিয়েছেন আকরাম।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন