মন্ত্রী হলেন শাহজাহান কামাল

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০১৮ ৯:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শাহজাহান কামাল মন্ত্রী হয়েছেন। মঙ্গলবার (২ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন তিনি। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শাহজাহান কামাল লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য। প্রবীণ এ রাজনীতিবীদ দু’ বারের এমপি।

এদিকে মন্ত্রী হিসেবে শাহজাহান কামাল শপথ করায় তাৎক্ষণিক লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল বের করে।

মিছিলটি উত্তর তেমুহনী থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ঢাকঢোল বাজিয়ে ও আতশবাজি ফাটিয়ে আনন্দ-উল্লাস করে নেতাকর্মীরা। এসময় মিষ্টি বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন