বিপিএলের অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশকে হারানোর হুকার উদানার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২০ মে, ২০২১ ১০:৫৫ অপরাহ্ণ

শ্রীলংকার বাঁ হাতি পেস বোলার ইসরু উদানা ওয়ানডে ক্রিকেটে নিয়মিত নন। গত ৯ বছরে খেলেছেন মাত্র ১৮টি ম্যাচ।পারফরমেন্সও বলার মতো নয়। পেয়েছেন এই ১৮ ম্যাচে ১৬ উইকেট। ওয়ানডে ক্রিকেটের বাইরে কাটছে তার ১৪ মাস।

তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন এই শ্রীলংকান। সেই অভিজ্ঞতা দিয়েই বাংলাদেশ দলকে হারানোর হুংকার তার।বাংলাদেশ দলে বেশ ক’জন সুপার স্টারের বিপক্ষে তারুণ্য নির্ভর দল শ্রীলংকা। হোমে বাংলাদেশ ভয়ংকর দল।

তা অবশ্য স্বীকার করেছেন তিনি-‘সত্যি বলতে বাংলাদেশ দলে বেশ কয়েকজন সুপারস্টার আছেন। বিপরীতে আমরা তরুন দল নিয়ে এসেছি কিন্তু আমাদের হারানোর কিছু নেই।কারণ বাংলাদেশ নিজেদের মাঠে খুবই বিপদজনক।’ ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন মাত্র ১টা ম্যাচ। ২০১৯ সালে হোমে সেই ম্যাচে পেয়েছেন ১টি উইকেট (১/৫২)।

তারপরও বৃহস্পতিবার গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে উদানা বিপিএলে তার অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশ দলকে হারানোর ছক আঁকছেন-‘আমরা এখানে ওদের (বাংলাদেশ) হারাতে এসেছি। তাই আমরা নিজেদের সেরাটা দিতে চাই। আমি এখানে ৪-৫ মৌসুম বিপিএল খেলেছি। সেদিক থেকে আমার অভিজ্ঞতা আছে এখানে খেলার। কিন্তু নির্দিষ্ট দিনে কোন ম্যাচ জিততে হলে সেরাটা দিতে হয়। আমরা এখন সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। সিলেকশনের (কি সিলেকশন বুঝিয়েছে? দল) বিষয়টা তো আমাদের হাতে নেই। আমরা এখানে এসেছি মাঠে সেরা পারফরম করতে।’

জৈব সুরক্ষায় খেলে অভ্যস্ত শ্রীলংকা হোমে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে এসেছে বলে জানিয়েছেন উদানা-‘ব্যাপরটা হল আমাদের এখন এই বায়ো বাবল বিষয়টার সঙ্গে অভ্যস্ত হতে হবে। সমানে যে পরিকল্পনাগুলো আসবে সেগুলো মেনে চলতে হবে। আমার মনে হয় আমরা খেলার জন্য প্রস্তুত হয়ে গেছি। কারণ কলম্বোতে আমরা ৫-৬ দিনের অনুশীলন ক্যাম্প করেছি। এখানে দুটি সেশন পেয়েছি, তো আমরা তৈরি।’

পরিকল্পনা অনুযায়ী খেলার বার্তা দিতে চান তিনি টিমমেটদের-‘প্রতি ম্যাচেই দায়িত্ব নিয়ে খেলতে হয়। আমি হয়ত অভিজ্ঞ কিন্তু নির্দিষ্ট দিনে একজন তরুন বোলার আমার চেয়ে ভাল করতে পারে। তাই আমাদের এক হয়ে খেলতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী এগুতে হবে।’

বাংলাদেশে এসে গরমটা তাদের কাছে সহনীয়। শ্রীলংকায় এর চেয়েও তাপমাত্র বেশি গরম বলে জানিয়েছেন উদানা- ‘এখানকার গরমে খুব একটা সমস্যা হবে না। কারণ শ্রীলঙ্কায় এখান থেকেও বেশি গরম পরছে ইদানিং।’

উদানার প্রধান অস্ত্র স্লোয়ার। তবে তার জন্য স্লো উইকেটের প্রত্যাশা করছেন উদানা-‘ প্রথমে আমাকে উইকেট দেখতে হবে। যখন দেখবো উইকেট কিছুটা স্লো, এখানে স্লোয়ার ব্যাবহার করে সফল হওয়া যাবে তখন আমি এ ডিলেভারি করতে পারব। চার বছর ধরেই স্লোয়ার করে আসছি। যখন আত্মবিশ্বাস থাকে যে এটা দিলে সাফল্য পাব তখন ব্যাবহার করি।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন