চাঁদপুরে অর্ধশতাধিক লঞ্চশ্রমিক পেল প্রধানমন্ত্রীর উপহার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২০ মে, ২০২১ ১০:৫৮ অপরাহ্ণ

চাঁদপুরে করোনা পরিস্থিতিতে অসহায়, দুস্থ ও কর্মহীন লঞ্চশ্রমিক ৬০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ত্রাণ (প্রধানমন্ত্রীর উপহার) বিতরণ করেছে জেলা প্রশাসন। খবর নিয়ে জানা গেছে, চাঁদপুরে এই প্রথম কর্মহীন লঞ্চশ্রমিকরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে করোনার দ্বিতীয় ঢেউ-এর শুরু থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার বিকালে চাঁদপুর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

উপস্থিত কর্মহীন লঞ্চশ্রমিকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, আজকে আপনারা যে ত্রাণ পেয়েছেন- এটি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের জন্য উপহার। প্রধানমন্ত্রী সব সময় আপনাদের কথা চিন্তা করেন এবং ভাবেন।

তিনি আরো বলেন, জেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে এবং আপনাদের কথা ভাবে। যারা সহায়তার জন্য আমাদের ম্যাসেজ দিচ্ছেন, তাদের ঠিকানা অনুযায়ী ত্রাণ পৌঁছা দেওয়া হচ্ছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ইমরান মাহমুদ ডালিম, জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক দলের টিম লিডার শিক্ষক ওমর ফারুক প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন