‘পাহাড়ি সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়া হবে না’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ মে, ২০১৮ ৬:১৮ অপরাহ্ণ

পাহাড়ে হতাহতের ঘটনায় যারা জড়িত তাদের কাউকে প্রশ্রয় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন মন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, পাহাড়ের ঘটনায় যারা জড়িত তাদের আমরা খুঁজে বের করবো। দীর্ঘদিন পাহাড়ে অশান্তি ছিল। প্রধানমন্ত্রী শান্তি চুক্তি করার পর প্রত্যেকটি দফা আমরা একে একে বাস্তবায়ন করছি। তারপরও কিছু সমস্যা আছে। আমরা তা সমাধানের চেষ্টা চালাচ্ছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের জনগণ খুব ভালো। তারা জঙ্গি-সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। পাহাড়ের হতাহতের ঘটনায় যারা জড়িত তাদেরও প্রশ্রয় দেয়া হবে না।

উপস্থিত সাংবাদিকরা ডিআইজি মিজানের ‘স্যরি’ বলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, স্যরি বললেই কি পার পাওয়া যায়? স্যরি বলে যদি মাফই পাওয়া যাবে তাহলে দেশে আইন-কানুন থাকার কী দরকার! তার বিরুদ্ধে তদন্ত চলছে। প্রমাণিত হলে স্যরি বললেও তাকে মাফ করা হবে না।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন