জন্মদিন নয়,লক্ষ্মীপুরের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ মার্চ, ২০১৮ ৮:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, মোহনানিউজ: লক্ষ্মীপুরকে জেলা হিসেবে ঘোষিত করা হয় ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারিতে। তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক লেঃ জেনারেল হুসেইন মোঃ এরশাদ আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দেন। এর আগে লক্ষ্মীপুর ছিল নোয়াখালী জেলার একটি উপজেলা।

ইউকিপিডিয়ার তথ্য মতে লক্ষ্মীপুর জেলার আয়তন ১৪৫৫.৯৬ বর্গ কি.মি। যার অবস্থান, পশ্চিমে ভোলা উত্তরে চাঁদপুর পূর্বে নোয়াখালী ও দক্ষিণে বঙ্গোপসাগর। জিওগ্রাফিক্যাল লোকেশনে লক্ষ্মীপুর জেলা ২২০৩০’হতে ২৩০১০’ উত্তর অক্ষাংশ এবং ৯০০৩৮’ হতে ৯০০০১’ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।

জেলার নামটি যেমন লক্ষ্মীপুর বানানের স্থলে লক্ষীপুর হলে ভুল হিসেবে ধরা হয়। তেমনি জেলার প্রতিষ্ঠাবার্ষিকীকে জন্মদিন বলা হলে কতটুকু শুদ্ধ হবে ?

একদিকে জেলার নাম নিয়ে বিভ্রান্তি, অন্যদিকে নতুন করে অনেকেই জেলার জন্মদিন হিসেবে শুভেচ্ছা জানাচ্ছেন।

এবিষয়ে জানতে চাইলে মোহনানিউজকে ঢাকা বিশ্বাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রফিক উল্লাহ খান জানান, জন্ম তো শুধু প্রাণীদের হয়। যে কোন জায়গা অনেক আগ থেকেই আছে। এটি বিভিন্ন নামে শুধু স্বীকৃতি বা ষোষিত হয়। কোন বই পুস্তুকেও প্রতিষ্ঠাবার্ষিকীর স্থানে জন্মদিন লেখা নেই। নিঃসন্দেহে প্রতিষ্ঠান বা কোন জেলার জন্মদিন হয় না। হয় প্রতিষ্ঠাবার্ষিকী।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন