চোরের ঘরের মাটি খুঁড়ে মিলল স্বর্ণালংকার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০১৮ ১০:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে পৌর শহরের সমসেরাবাদ এলাকার ব্যবসায়ী সুমন মজুমদারের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় জড়িত যুবককে আটক করা হয়েছে। এসময় চোরের বসত বাড়ির মাটি খুঁড়ে চুরি হওয়া প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা টুমচর গ্রামে নিজাম উদ্দিনের বিড়িতে সদর থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেনের নতৃত্বে এসআই সোলাইমান,ছাইফুল,বিল্লাল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত নাহিদকে আটক ও মালামাল উদ্ধার করেন।

থানা পুলিশ জানায়, গত শনিবার (১ সেপ্টেম্বর) রাতে সুমন মজুমদারের বাসার চালের টিন খুলে নাহিদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। নাহিদ সদর উপজেলার টুমচর এলাকার মো. মিজানের ছেলে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যাক্তি থানায় লিখিত অভিযোগ করেছিলেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরকে আটক করা হয়। এসময় তার বসত ঘরে মাটির নিচে পুঁতে রাখা চুরি করে নেওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়। অভিনব কায়দায় এই চুরি ঘটনা সে স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে

মতামতের জন্য সম্পাদক দায়ী নন