নারীর কল্যানে ‘আমি সুখ তারা বলছি’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৮ মার্চ, ২০১৮ ১:১৬ পূর্বাহ্ণ

“আমি সুখতারা বলছি…

-ফাহাদ বিন বেলায়েত

উৎস্বর্গঃ যুগের সকল কল্যানী নারীকে ।

আমি দূর আকাশের সুখতারা বলছি…

যার নামের আগে সুখ আছে , কিন্তু একা একেলা !

আর সুখ যেখানে নাম মাত্র!

তোমরা যাকে নিয়ে স্বপ্ন দেখো কল্পলায় স্বপ্ন গোছাও স্বপ্ন আঁক তোমার ইচ্ছেমত

যেখানে আমার ইচ্ছেরা মৃত !

কারো কাছে আমি রাজকন্যা, কারো কাছে রবিন্দ্রনাথের লাবণ্য,

নাটরের বনলতাসেন, আর আমার হাসি? বিখ্যাত মোনালিসা…

কারো কাছে আমি যৌবনের কাম-বাসনা…

কারো কারো কাছে কেবল মাত্র, কুঁড়ে কুঁড়ে খাওয়া

শিকারি পশুর মত ঝাপিয়ে পড়া নিথর দেহে লালসার স্বীকার হওয়া তারা !!

আমি দূর আকাশের তারা।। আমার চাওয়ার কোন দাম নেই,

ভালো কাজের নাম নেই, মনের কোন স্বাদ নেই… পুষে রাখা ছাড়া !

আমি তোমাদের কাছে সুখ তারা –শুধু মাত্র আমার উর্বর মাংস পিণ্ডের জন্য !

যেখানে ভালবাসা নেই, নিজের করে চাইতে নেই, কাউকে কাছে টানতে নেই,

শুধু ই দিশে হারা… আমি দূর আকাশের সুখতারা।।

চলতে বাঁধা মানতে বাঁধা স্বপ্ন দেখা মন,

হাজার তারার ভিড়েও আমি একেলা সেই জন।

একলা আকাশ একলা আমি , সবার সুখের মাঝে, কাঁদতে মানা মন খারাপে, যতই আঘাত দেহে!! এসব নিয়ে তোমার মাঝে আমার বসবাস, সব শেষে শুধু থাকে আমার- অবাক দীর্ঘশ্বাস!

আমার জন্য শুধুই আমি , তোমার জন্য দেহ, মনের মধ্যে চাপা কষ্ট, বোঝার নেইতো কেহ… আমার সকল শিকল বাঁধা, আমি দিশেহারা…

আমি দূর আকাশের তারা আমি দূর আকাশের সুখতারা।।

 

বিঃ দ্রঃ “সুখতারা” নারীদের রূপক অর্থে ব্যাবহার করা হয়েছে।

**নারীদের শুধু একটা মাংসপিণ্ডের শরীর না ভেবে মন থেকে ভালবাসুন, বোঝার চেষ্টা করুন তাদের মনের কথা। সম্মান করুন। ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক আমার মা-বোনেরা**

মতামতের জন্য সম্পাদক দায়ী নন