কমলনগরে গণিত উৎসব: রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৫ মে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০১৮ ২:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলগরে গণিত উৎসবের আয়োজন করা হচ্ছে। লক্ষ্মীপুর গণিত ক্লাবের সহযোগিতায় HYF এর আয়োজনে বৃহস্পতিবার ( ১০ মে ) উপকূল কলেজ মাঠে এ উৎসব অনুষ্ঠিত হবে। 

জানাগেছে,  উপজেলার প্রত্যন্ত  বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজের শিক্ষার্থীদের গণিত ভীতি প্রশমন,উচ্চ শিক্ষায় গণিতের প্রয়োজনীয়তা,ক্যারিয়ার দিকনির্দেশনায় শিক্ষার্থীদের মাঝে নতুনকে জানার আগ্রহ-উদ্দীপনা প্রস্ফুটিত করার হবে এ উৎসবের মাধ্যমে।

উৎসবে অংশগ্রহণে যা করতে হবে :

  • HYF কর্তৃক নির্ধারিত ফি প্রদাণ ও ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৫ই মে ২০১৮ আগে যোগাযোগ করতে হবে।
  • চারটি ক্যাটাগরীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
  • ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
  • ৮.৩০ এর মধ্যে প্রোগ্রামস্থলে উপস্থিত হতে হবে।

ক্যাটাগরিঃ

প্রাইমারী: ৩য়-৫ম শ্রেণী
জুনিয়র: ৬ষ্ঠ-৮ম শ্রেণী
সেকেন্ডারি: নবম-দশম শ্রেণী
হায়ার সেকেন্ডারি: একাদশ-দ্বাদশ শ্রেণী

যা থাকছে:

1. গণিত অলিম্পিয়াড (১০০ মার্ক, ১ ঘন্টা)

2. Ask & Win session
3. Career talk
4. বিজয়ীদের জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ (১১ই মে)
5.  সার্টিফিকেট প্রদান।

রেজিস্ট্রেশন ফি:

৩য় – ৫ম : ১৫৳
৬ষ্ঠ – ৮ম : ২০৳
৯ম – দ্বাদশ : ৩০৳

আয়োজনের লক্ষ্যঃ

♣ শিক্ষার্থীদের মধ্যে গণিত ভীতি দূর করা।
♣ উচ্চশিক্ষায় ও ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে গণিতের প্রয়োজনীয়তা তুলে ধরা।
♣ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক জ্ঞান       অর্জনের গুরুত্ব তুলে ধরা।
♣ জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার ধরণ জানানো ও অংশগ্রহণের সাহস সৃষ্টি করা।
♣ আমন্ত্রিত অতিথি এবং দেশের সেরা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত মেধাবী ছাত্রদের বক্তব্য ও আলোচনার দ্বারা শিক্ষার্থীদের তাদের আগামীদিনের সুন্দর ক্যারিয়ার সম্পর্কে উৎসাহ ও দিকনির্দেশনা প্রদাণ করা।

 প্রয়োজনে: ০১৮৭২-২৫৭৭৪২, ০১৭৫৮-৭৯৪৭৪৯, ০১৮১১৯-৭৬৯৪০

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন