কমলনগরে ইসলামি রিসার্চ সেন্টারের কার্যক্রম শুরু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৯ জুন, ২০১৮ ১২:৫০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ইসলামি রিসার্চ সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার তোরাবগঞ্জে হিফজুল কোরআন মাদরাসায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সেন্টারের উদ্বোধন করেন মাদরাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাহফুজুর রহমান।


রিসার্চ সেন্টারের উদ্যোক্তা সোলায়মান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন তোরাবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদিন, মতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল আলম ও চাকরিজীবী মোহাম্মদ মাহবুবুর রহমানসহ স্থানীয়রা।

ইসলামিক রিসার্চ সেন্টারের তত্ত্বাবধায়ক মাওলানা ইসমাইল হোসেন বলেন, ইসলামী শরিয়ার বিভিন্ন হুকুম আহকামের সঠিক নিয়ম-কানুন জেনে জীবন পরিচালনা করার জন্য এ সেন্টার খোলা হয়েছে। এটা সবার জন্য উম্মুক্ত থাকবে। এ সেন্টারে ইসলামিক বিভিন্ন বিষয়ের বই থাকবে। যাতে মানুষ ইসলামের সঠিক জ্ঞান অর্জন করতে পারে।

মাদরাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাহফুজুর রহমান তার বক্তব্যে বলেন, সাময়িকভাবে আমার মাদ্রাসার নিচের একটি কক্ষ রিসার্চ সেন্টারের জন্য দিলাম। এটি একটি ভালো উদ্যোগ। পাঠক বেশি হলে আমি ভিন্ন একটি ভবন করে দিবো।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন