এবারের বইমেলায় মাজেদুল নয়নের ‘সিংহ শহরের দিনরাত’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০১৯ ২:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জের সন্তান সাংবাদিক মাজেদুল নয়নের লেখা ‘সিংহ শহরের দিনরাত’ গল্পের ভ্রমণ বইটি পাওয়া যাচ্ছে একুশে গ্রন্থ মেলায়। এটি তার দ্বিতীয় গল্পের বই। সিঙ্গাপুরের ভ্রমণ নিয়ে এ বইটি লেখা। এ বইটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলার পুথিনিলয়ের ৩০১-০৩ স্টলে৷ মূল্য ২৫ শতাংশ ছাড় দেওয়ার পর ২০২ টাকা মাত্র।


এ সম্পর্কে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪ ডটকমের স্পেশাল করেসপন্ডেন্ট মাজেদুল নয়ন বলেন, ‘সিংহ শহরের দিনরাত’ আমার দ্বিতীয় গল্পের ভ্রমণ বই। এখন আর ভ্রমণ জানতে বা কোন স্থান সম্পর্কে জানতে বই না পড়লেও চলে বলে মনে করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহ এসব পাওয়া যাচ্ছে। তাই এটাকে ভ্রমণের বই না বলে, ‘গল্পের ভ্রমণ’ বলতেই ভাল লাগছে৷

দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুরে এশিয়ার অন্যান্য দেশ থেকে আসা বেশ কিছু মানুষের ছোট ছোট গল্প নিয়েই এই ভ্রমণের গল্প। যেখানে মূলত পুরো সিঙ্গাপুর চষে বেড়িয়েছে গল্পের চরিত্রগুলো। দেশের সীমানা পেরিয়ে ভিন্ন ধর্ম, জাতি আর ভাবনার মানুষগুলোর কাছে আসা, টানাপোড়ন আর জীবনযাপনের গল্প নিয়েই ‘সিংহ শহরের দিনরাত।’


কনক্রিটের শহরের বাইরেও সাংবাদিকের চোখে সিঙ্গাপুরের অন্ধকার, বাহুল্যতা, আবেগ আর ভালবাসার গল্প এই ভ্রমণে। দুনিয়াজুড়ে চলা সাংবাদিকতার কিছু ট্রেন্ড পাওয়া গেলেও এটা অনেক শিক্ষনীয় কোন বই নয়। যারা শিক্ষা গ্রহণের পাঠক তাদের জন্য এই বই নয়, আবার যাদের বই পড়ার অভ্যাস নেই, তাদের জন্যেও এই বই নয়। সিঙ্গাপুরে জমা তিন মাসের গল্পগুলো আনন্দ নিয়ে পড়তে যাদের আগ্রহ, তাদের জন্যই ‘সিংহ শহরের দিনরাত।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন