ঈদের মহিমায় মুছে যাক গ্লানি, দূরে যাক করোনা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২০ জুলাই, ২০২১ ১:৫৮ পূর্বাহ্ণ

বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ। ঈদুল আজহা। কোরবানির ঈদ। স্রষ্টার কাছে নিজের সর্বোচ্চ ত্যাগ সমর্পণের দিন। মনের পশুকে কোরবানি দেওয়ার দিন।যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ দিন উদযাপন করতে যাচ্ছে মুসলিম জাতি। পবিত্র ঈদুল আজহার মহিমায় গ্লানি মুছে একটি মুক্ত বিশ্বের প্রত্যাশা সকলের। বিশ্ব মুসলিম আল্লাহর নৈকট্য লাভ করবে। এতে সকল গ্লানি মুছে করোনা দূর হবে, এমন প্রত্যাশা করছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান।

 

সোমবার (১৯ জুলাই) রাতে মোহনানিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

 

এসময় ইউএনও মোঃ কামরুজ্জামান কমলনগর উপজেলাবাসীদেরকে অনুরোধ জানিয়ে বলেন, ঈদুল আজহা ধর্মীয় একটি বিশেষ দিন। এদিনে করোনা থেকে মুক্তি পেতে প্রার্থনার মাধ্যমে মহান স্রষ্টার নৈকট্য অর্জন করা যাবে। যতটুকু সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখুন। মাস্ক পরিধান আবশ্যক।করোনা সংক্রমণ প্রতিরোধে আমাদের সর্বাত্মকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচেষ্টা থাকা উচিত।খুব বেশি প্রয়োজনীয় কাজ না হলে ঘরে অবস্থান করুন। শপিংমল ও গণপরিবহনে ভিড় না করে করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে জনসমাগম এড়িয়ে চলার কথা বলেন তিনি। ৩০ বছরের উর্ধ্বে সকলকে অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে করোনা টিকা দেওয়ার জন্য পরামর্শ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। করোনা সংক্রমণ ও মৃত্যুরোধে দেশের অধিক জনসংখ্যাকে টিকার আওতায় আনার লক্ষ্যে সরকার বিনামূল্যে টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।

 

প্রতিবেদক: জামাল উদ্দিন রাফি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন