ঈদের পরে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২১ ১:১১ অপরাহ্ণ

৩০ মার্চ নয়, ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে একথা জানান তিনি।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিল রেখে স্কুলসহ শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

এরআগে গত ২৭ ফেব্রুয়ারি সরকারের পক্ষ থেকে আগামী ৩০ মার্চ স্কুল ও কলেজ খোলার সিদ্ধান্ত জানানো হয়েছিলো।

দেশে করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে গত বছরের ১৭ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরে কওমি মাদ্রাসা খুললেও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও ছুটি চলছে।

এদিকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে বিক্ষোভে নামলে জরুরি এক বৈঠকের পর আগামী ২৪ মে খোলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন