ইশরাত ফেরদাউসের ব্যত্যয় চোখে দেখি 

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১১ মে, ২০১৮ ১২:১৩ অপরাহ্ণ

ঋদ্ধী কিংবা উদ্দীপনা

পূর্বপুরুষ থেকে আমি এর একটা কানাকড়িও পাইনি,

পেয়েছি শুধু ব্যত্যয় ছোট দু’টি চোখ।

আর দেখি- এ সমাজে মুখোশের আড়ালে কিভাবে বীভৎস, নোংরা, ভন্ডামি, যন্ত্রণার খেলা চলে!

পাপের স্ফুরণে কিভাবে কাল হতে থাকে সমুদ্রের জল, তলদেশে জেগে থাকে ভঙ্গুর আসল ইতিহাস।

আর, রাস্তার বুকে, পথে-ঘাটে-মাঠে, দোকানে আমিও ঘুরি, হাঁটি, বসি কই, আমি তো মনুষ্যত্ব দেখিনা…

দেখি সব আহার পীড়িত, অর্থমোহে জর্জরিত, নেশাগ্রস্ত কিংবা মগজে খুনচাপানো- বিচিত্র সব আড়াইপায়া প্রাণী।”

মতামতের জন্য সম্পাদক দায়ী নন