আর্থিক হিসাব দিতে আ.লীগসহ সাত দলকে সময় দিল ইসি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৬ আগস্ট, ২০১৮ ১০:৫২ অপরাহ্ণ

আওয়ামী লীগসহ নিবন্ধিত সাত রাজনৈতিক দলকে ২০১৭ সালের আর্থিক লেনদেনের হিসাব জমা দেওয়ার জন্য আরো ১৫ কার্যদিবস সময় বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আর্থিক লেনদেনের হিসাব জমা দেওয়ার সময় বাড়িয়ে সোমবার (০৬ আগস্ট) ইসির উপসচিব আব্দুল হালিম সাক্ষরিত একটি চিঠি ৭টি দলকে পাঠানো হয়।

ইসির উপসচিব আব্দুল হালিম বলেন, রাজনৈতিক দলগুলোর ২০১৭ সালের আর্থিক লেনদেনের নিরীক্ষিত প্রতিবেদন ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে ৩৯টি দলকে চিঠি দেয়া হয়েছি।

নির্দিষ্ট সময়ে ৩২ টি দল তাদের আর্থিক লেনদেনের হিসাব জমা দেন। আওয়ামী লীগসহ বাকি ৭ টি দল আমাদের কাছে সময় চায়। পরে কমিশন তাদের ১৫ কার্যদিবস সময় বাড়িয়ে দিল। সোমবার থেকে তাদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে হিসাব জমা দিতে হবে।

যেসব দলকে হিসাব জমা দিতে সময় দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে: বাংলাদেশ আওয়ামী লীগ, গণতান্ত্রী পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ  জাতীয় পাটি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট – বি এন এফ।

সর্বশেষ নিবন্ধন বাতিলের তালিকায় থাকা ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের কাছে হিসাব চাওয়া হয়নি। আদালতের আদেশে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল রয়েছে। সংশোধিত গঠনতন্ত্র জমা দিতে ব্যর্থ হয়ে বাতিল হয় ফ্রিডম পার্টির নিবন্ধনও।

২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে প্রতিবছর আর্থিক লেনদেনের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন