নারী পুরুষ নির্বিশেষ, সমাজ সেবায় গড়বো দেশ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০১৮ ৫:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, মোহনানিউজ : নারী পুরুষ নির্বিশেষ, সমাজ সেবায় গড়বো দেশ এ প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে  জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালী শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোমায়রা বেগম।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ, সহকারী পুলিশ সুপার সার্কেল খন্দকার গোলাম শাহনেওয়াজ।

এসময় বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক নজরুল ইসলাম পাটোয়ারী,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান, রায়পুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এএসএম জোবায়েদ, রুহুল আমিন মাষ্টার, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, আসাদুজ্জামান চৌধুরী (জেমস)।

আলোচনা সভা শেষে ক্যান্সার, কিডনী, লিভার, প্যারালাইজডসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৩৭ জনকে ৫০ হাজার টাকা করে মোট ১৮ লাখ ৫০ হাজার টাকার চেক একালীন অনুদানের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় সমাজসেবা বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, এনজিও সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন