`২০৪০ সালে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হব’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১১ আগস্ট, ২০১৮ ৫:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, এ দেশে খনিজ সম্পদ সে পরিমান নেই। পাশের দেশের তুলনাই একেবারেই কম। মানবসম্পদ আমাদের উন্নয়নের হাতিয়ার। এ সম্পদকে প্রকৃত দক্ষ মানবশক্তিতে রুপান্তর করতে হবে। তবেই তাদেরকে বিশ্বাবজারে প্রেরণ করা যাবে। তবেই ২০৪০ সালে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হব।
শনিবার (১১ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিভিন্ন বিভাগের ৪১ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
তিনি বলেন, ক্যাম্পাসে শিক্ষা বান্ধব পরিবেশ থাকলে শিক্ষার্থীরা হয় বিশ্বমানের। তারা তখন শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে কাজ করার দক্ষতা অর্জন করবে। দেশে ২৫ বছরের নিচে প্রায় ৮ কোটি শিক্ষার্থী রয়েছে। তাদেরকে বিশ^মানের শিক্ষায় শিক্ষিত করে মানববসম্পদে রুপান্তর করতে হবে। তাহলেই ২০৪০ সালে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হব।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জামান রিপন, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন