স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপির ২ নেতা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০১৮ ১:২৮ অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দুই নেতা।

রোববার বেলা ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে।

বিএনপির প্রতিনিধি দলের অন্য নেতা হলেন ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ।

জানা গেছে, কারাগারে আটক খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়াদি নিয়ে কথা বলার জন্য বিএনপির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন।

এছাড়া ১ মে শ্রমিক দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতার বিষয়ে কথা হতে পারে বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

এর আগে সোয়া ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপিপন্থি চিকিৎসকদের এক মানববন্ধনে নজরুল ইসলাম খান বলেন, ‘কিছুক্ষণের মধ্যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব আমাদের নেত্রীর বিষয়ে জানতে।’

এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ মার্চ মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। অনুমতি না পেয়ে ২৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন দলটির এই তিন নেতা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন