সৌদিতে ঈদের নামাজও বাড়িতে পড়ার পরামর্শ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২০ ১২:৫০ অপরাহ্ণ

করোনার কারণে সৌদি আরবে বাড়িতে তারাবিহ নামাজ আদায়ের নির্দেশনার পর এবার পবিত্র ঈদুল ফিতরের নামাজের ক্ষেত্রে একই পরামর্শ দেয়া হয়েছে।

দেশটির গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল আল-শেখ এমন পরামর্শ দিয়েছেন। খবর রয়টার্সের।

 

শেখ আবদুল আজিজ বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে মসজিদে রমজানের তারাবি আদায় সম্ভব না হলে তা বাড়িতে আদায় করা যেতে পারে। ঈদের নামাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

এর আগে দেশটিতে আসন্ন রমজানে তারাবি নামাজও বাড়িতে আদায় করতে বলা হয়।

গত মাসের মাঝামাঝি সৌদিতে মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ আদায়ের ওপর কড়াকড়ি আরোপ করা হয়। পবিত্র মদিনায় মসজিদে নববিতে ইফতার বিতরণের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পবিত্র হজ নিয়েও এবার অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রসঙ্গত শুক্রবার পর্যন্ত সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৩৮০ এবং মৃত্যু হয়েছে ৮৩ জনের।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন